দয়া করে সামান্য ধৈর্য ধরুন: বেনজীর আহমেদ

বেনজীর আহমেদ | ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অর্থ-সম্পদ নিয়ে সম্প্রতি গণমাধ্যমে বেশ কিছু তথ্য উঠে আসে, যা নিয়ে দেশে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে তাঁর বিষয়ে উঠে আসা তথ্য নিয়ে লেখালেখি করছেন।

বেনজীর আহমেদের বিষয়ে উঠে আসা তথ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা করছেন নেটিজেনরা।

মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে কথা বলেছেন বেনজীর আহমেদ। তিনি সবাইকে একটু ধৈর্য ধরতে বলেন। ক্ষিপ্ত, উত্তেজিত হতে নিষেধ করেছেন।

তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—

গত ৩১ মার্চ ‌‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। এতে পুলিশ এবং র‌্যাবের সাবেক এই শীর্ষ কর্মকর্তার পরিবারের বিপুল পরিমাণ অর্থ-সম্পদের তথ্য উঠে আসে।

বিষয়টি নিয়ে পরে আরও কিছু গণমাধ্যমে প্রতিবেদন হয়। পাশাপাশি সামাজিক মাধ্যমগুলোতেও বেনজীর আহমেদকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
 
এরপরই বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন তিনি। পোস্ট নিয়ে এরইমধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই কমেন্টের ঘরে মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, ‘আপনার বক্তব্যের অপেক্ষায় রইলাম।’