ঈশ্বরদীতে পানির পাম্পে বিদ্যুৎ–সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল একজনের
ঈশ্বরদীতে পানির পাম্পে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর এল![]() |
| বিদ্যুৎস্পৃষ্ট | প্রতীকী ছবি |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে পানির পাম্পে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম শামীম হোসেন (৪০)। তিনি ওই গ্রামের মুন্সী হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শামীম তাঁর বাড়ির পাশে খনন করা পুকুরে পানি দেওয়ার জন্য যান। এ সময় পাম্পে বিদ্যুৎ-সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পাম্পে বিদ্যুৎ-সংযোগ দিতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।

Comments
Comments