[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাগুরা মেডিকেল কলেজের জায়গা পরিদর্শনে সাকিব

প্রকাশঃ
অ+ অ-
মাগুরা মেডিকেল কলেজের জায়গা পরিদর্শনে সাকিব আল হাসান। ২ মার্চ, পারলা, মাগুরা  | ছবি: পদ্মা ট্রিবিউন   

প্রতিনিধি মাগুরা: মাগুরা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন সাকিব আল হাসান। শনিবার দুপুরে মাগুরা-নড়াইল আঞ্চলিক সড়কের পারলা-গোয়ালখালী মৌজায় এ প্রকল্পের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন তিনি। এ সময় দ্রুত প্রকল্পটির কাজ শুরু করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়ে এলাকাবাসীকে আশ্বাস দেন মাগুরা–১ আসনের সংসদ সদস্য সাকিব।

এলাকার কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরে প্রকল্প এলাকায় আসেন সাকিব। প্রকল্প এলাকা ঘুরে দেখার পাশাপাশি তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

২০১৮ সালের ২৬ আগস্ট মাগুরা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী, ২০১৯ সালের জানুয়ারিতে ৫০ জন শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে এই মেডিকেল কলেজের যাত্রা শুরু করে। গত জানুয়ারিতে ষষ্ঠ ব্যাচ ভর্তি হয়েছে। নিজেদের স্থায়ী ক্যাম্পাস না থাকায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের একটি ভবনে অস্থায়ীভাবে পরিচালিত হচ্ছে এই মেডিকেল কলেজের কার্যক্রম।

মাগুরা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে এই প্রকল্পের ২৫ একর জমি অধিগ্রহণের জন্য ৫৪ কোটি ৭৫ হাজার টাকার প্রশাসনিক অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। তবে একনেকে অর্থ বরাদ্দ না হওয়ায় প্রকল্পের কার্যক্রম এখনো শুরু হয়নি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন