[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সৌদি আরবে রোজা শুরু আগামীকাল

প্রকাশঃ
অ+ অ-

প্রতীকী ছবি

পদ্মা ট্রিবিউন ডেস্ক: সৌদি আরবে আজ রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে।  দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে।

দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশে আজ বিভিন্ন স্থানে চাঁদ দেখার প্রস্তুতি শুরু হয়। সন্ধ্যায় দেখা যায় পবিত্র রমজান মাসের চাঁদ। পরে রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, আজ থেকে এশার নামাজের পর তারাবিহ শুরু হবে।

এর আগে খালিজ টাইমসের খবরে বলা হয়, অস্ট্রেলিয়ায় আগামী মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। আজ এ ঘোষণা দেয় অস্ট্রেলিয়ার ফতোয়া পরিষদ। দেশটির গ্র্যান্ড মুফতি  ইব্রাহিম আবু মোহাম্মদ ও ফতোয়া পরিষদের ইমামদের দীর্ঘ আলোচনা শেষে রোজা শুরুর এ তারিখ ঘোষণা করা হয়।
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন