[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনায় মেয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা

প্রকাশঃ
অ+ অ-

লাশ | প্রতীকী ছবি

প্রতিনিধি আটঘরিয়া: পাবনার আটঘরিয়ায় ক্যানসারে আক্রান্ত মেয়ের মৃত্যুর খবর শুনে একই দিনে মায়ের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে মেয়ে ও সন্ধ্যায় মায়ের মৃত্যুর ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন সম্পন্ন হয়েছে।

তাঁরা হলেন উপজেলার পাটেশ্বর গ্রামের আলেম মোল্লার স্ত্রী ইসমত আরা (৫৫) ও তাঁর মেয়ে আমেনা খাতুন (৩৫)।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়ে আমেনা খাতুন দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। কয়েক দিন আগে বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান। মেয়ের মৃত্যুর খবর শুনে মা ইসমত আরা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে দেবোত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাঈমীন হোসেন বলেন, ‘ঘটনাটি মর্মান্তিক ও হৃদয়বিদারক। মেয়েটির মৃত্যুর খবর সইতে না পেরে মায়ের স্ট্রোক হয়। মা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন