[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিমান বাংলাদেশের ঢাকা-রোম ফ্লাইট চালু

প্রকাশঃ
অ+ অ-

বিমান বাংলাদেশের ঢাকা-রোম-ঢাকা ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ২৬ মার্চ, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর | ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌজন্যে

নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-রোম-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে।  মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায় ঢাকা থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৫৫ রোমের উদ্দেশে যাত্রা করে। বিমানের প্রথম ফ্লাইট রোমে পৌঁছায় আজ বুধবার (২৭ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে।

বিমান বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফিরতি ফ্লাইট বিজি-৩৫৬ রোম থেকে আজ স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত সোয়া ১২টায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮১ সালের ২ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম ফ্লাইট চালু হয়েছিল। ২০১৫ সালের ৬ এপ্রিল থেকে রোম ফ্লাইট বন্ধ রয়েছে। বর্তমানে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে রোম ফ্লাইট পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ফ্লাইটে ২০০ যাত্রী টিকিট বুকিং করেছেন। ফিরতি ফ্লাইটে ২৫৪ যাত্রী রোম থেকে ঢাকা আসছেন। গত ১৫ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রির জন্য ঢাকা-রোম-ঢাকা ফ্লাইটের টিকিট উন্মুক্ত করা হয়। যাত্রীরা বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, বিমানের যেকোনো সেলস সেন্টার, বিমানের কল সেন্টার এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এই রুটের টিকিট কিনতে পারছেন। নতুন রুট উপলক্ষে দেওয়া হয়েছে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১ এপ্রিল থেকে গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী প্রতি সোম, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা থেকে বাংলাদেশ সময় রাত চারটায় ফ্লাইট যাত্রা করে রোমে পৌঁছাবে স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে। রোম থেকে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত সাড়ে ১২টায়।

উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এ কে এম এনামুল হক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দীন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব শফিউল আজিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, এই রুট চালুর মধ্য দিয়ে বন্ধুপ্রতিম ইতালির সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। রুটটি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষার বিস্তার ও সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন