[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গুলশান লেকে মাছের নয়, মশার চাষ হচ্ছে: মেয়র আতিক

প্রকাশঃ
অ+ অ-

পরিচ্ছন্নতা কার্যক্রমে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয় | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: গুলশান  লেকে মাছের নয়, মশার চাষ হচ্ছে বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।  শনিবার সকালে গুলশান লেকের পরিচ্ছন্নতা কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।

ঢাকা উত্তর সিটি ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে আজ শনিবার সকাল ১০টার দিকে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়। মেয়র আতিকুল ইসলাম এই কর্মসূচির উদ্বোধন করেন। গুলশান ৬৩ নম্বর সড়কের গুলশান জামে মসজিদ অংশ থেকে লেক পরিষ্কারের কার্যক্রম শুরু হয়। বেলা একটা পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন আতিকুল ইসলাম।

নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, এখানকার (গুলশান-বারিধারা) একেকটি ফ্ল্যাট ২৫ থেকে ৫০ কোটি। কিন্তু অত্যন্ত দুঃখজনক এই এলাকার ভবনগুলো থেকে পয়োবর্জ্য সরাসরি লেকে এসে মিশছে। ডিএনসিসির বৃষ্টির পানির নালার সঙ্গে চোরাই পাইপ সংযুক্ত করা হচ্ছে।

মেয়র সবাইকে হুঁশিয়ার করে বলেন, ‘যাঁরা পয়োবর্জ্য সরাসরি খাল, লেক বা জলাধারে ফেলবেন, তাঁদের পাইপে আমি কলাগাছ থেরাপি দেব। যাতে করে এই বর্জ্য আবার তাঁদের দিকে ফিরে যায়।’

মেয়র আরও বলেন, ‘আমি চাই লেকে শিশুরা খেলবে, ওয়াটার ট্যাক্সি চলবে। আরও আধুনিক সরঞ্জাম থাকবে, যা দিয়ে তারা খেলবে। কিন্তু পানি হয়ে আছে শতভাগ দূষিত। এখানকার কোনো মানুষ এই লেক থেকে উপকৃত হচ্ছে না।’

ঢাকা উত্তর সিটি ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে শনিবার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

সকাল ১০টা থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযানে ডিএনসিসির কর্মীদের সঙ্গে গুলশান সোসাইটি, ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী (স্যার জন উইলসন স্কুল, চট্টগ্রাম গ্রামার স্কুল, স্কলাস্টিকা স্কুল, দিল্লি পাবলিক স্কুল, অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এবং সানিডেল স্কুল), জাগো ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের প্রায় ৪০০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।

গুলশান-বারিধারা লেক মূলত রাজউকের অধীনে বলেন মেয়র। লেকটি ঢাকা উত্তর সিটির অধীন দিতে তাদের চিঠি দেওয়া হয়েছে। কিন্তু রাজউক এখনো সিটি করপোরেশনকে দেয়নি। লেকের এক অংশের পাশেই গুলশান সোসাইটি জামে মসজিদ। মসজিদে নামাজে যাওয়া মুসল্লিরা লেকের দূষিত পানির দুর্গন্ধের বিষয়টি সিটি করপোরেশনকে জানানোর পর পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেন মেয়র।

পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘আমরা নাগরিকেরা এবং পুরো সমাজের সবাই যদি একসঙ্গে একটা উদ্যোগ নেই, তাহলে সেটা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদের লেকগুলো এত সুন্দর, এগুলোকে যদি আবার জীবিত করতে পারি, তাহলে অনেক কিছু করার সুযোগ আছে।’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘এলাকার মানুষের অনেকগুলো দাবির মধ্যে একটি দাবি বারবার তুলে ধরা হয়েছে, সেটি হচ্ছে লেকগুলো পরিষ্কার করতে হবে। তাই আর দেরি করতে চাই না। একটাই প্রত্যাশা থাকবে, শুধু পরিষ্কার হবে, তা নয়, ভবিষ্যতে যাতে লেক পরিষ্কার রাখতে সবাই মিলে আমরা যত্নশীল ও উদ্যোগী হই।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন