[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শঙ্কা মুক্ত ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান

প্রকাশঃ
অ+ অ-

নায়েব আলী বিশ্বাস | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়,  গত বৃহস্পতিবার তিনি সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ অসুস্থ বোধ করছিলেন। নিশ্বাস নিতে তাঁর খুব কষ্ট হচ্ছিল।দ্রুত তাঁকে শহরের আলো জেনারেল হাসাপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকায় পাঠান।

মঙ্গলবার সকালে মুঠোফোনে তাঁর ছেলে শরীফ বিশ্বাস জানান, ঢাকাতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা দিচ্ছেন। বর্তমানে তিনি শঙ্কা মুক্ত। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। তিনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে এসে পুনরায় আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন