[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র আটক

প্রকাশঃ
অ+ অ-

রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র নিযাম উল আজিম | ফাইল ছবি

প্রতিনিধি রাজশাহী: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র নিযাম উল আজিমকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার দিবাগত রাতে রাজশাহী নগরের সাগরপাড়া মহল্লা থেকে আটক করা হয় তাঁকে। বর্তমানে তিনি র‍্যাবের হেফাজতে রয়েছেন।

নিযাম উল আজিম রাজশাহী সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কোনো একজন নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের টিসিবি কার্ড নিয়ে জিম্মি করছিলেন।

রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১২টা থেকে এই অভিযান শুরু হয়, ৩টার দিকে শেষ হয়। অভিযান শেষের দিকে ওই কাউন্সিলরকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাঁকে র‍্যাবের হেফাজতে রাখা হয়েছে। তদন্তে অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন