[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রূপগঞ্জে ‘ভোট কেনার’ সময় ২ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশঃ
অ+ অ-

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আটক মোহাম্মদ নাঈম মিয়া ও মো. সবুজ | ছবি: ভিডিও থেকে সংগৃহীত

প্রতিনিধি নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ‘ভোট কেনার’ সময় টাকাসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত দুইটায় রূপগঞ্জ সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকা থেকে স্থানীয় লোকজন ১ লাখ ৮০ হাজার টাকাসহ ওই ২ জনকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে দেন।

আটক দুজন হলেন—মোহাম্মদ নাঈম মিয়া ও মো. সবুজ। তাঁরা দুজনই গুতিয়াবো এলাকার বাসিন্দা। আটক করা দুজন নিজেদের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার সমর্থক বলে দাবি করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন শাহজাহান ভূঁইয়ার নির্বাচনী সমন্বয়ক কাঞ্চন পৌরসভা মেয়র রফিকুল ইসলাম। তাঁর দাবি, প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্রমূলকভাবে গুজব ছড়াচ্ছেন।

রূপগঞ্জে নির্বাচনী কাজে নিয়োজিত নারায়ণগঞ্জের বন্দর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম বলেন, ‘ভোট কেনার সময় স্থানীয় লোকজন দুজনকে আটক করে আমাদের খবর দেন। পরে আমরা গিয়ে তাঁদের আটক করি। তাঁদের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা পাওয়া গেছে। স্থানীয় লোকজন জানান, তাঁরা কেটলি মার্কার (স্বতন্ত্র প্রার্থী) নির্বাচনী টাকা বিলি করছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

আটকের পর দুজনকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে নাঈম মিয়াকে বলতে শোনা যায়, তিনি গুতিয়াবো আগারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর এলাকার কেটলি প্রতীকের অনুসারী মামুন মিয়া তাঁকে টাকা বিলির দায়িত্ব দেন। ভোটার প্রতি দুই হাজার টাকা করে তাঁদের বিলি করার কথা ছিল। এরই মধ্যে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন।

দুজনকে আটক করা স্থানীয় লোকজনের একজন ওই এলাকার বাসিন্দা মো. পারভেজ। নিজেকে নৌকার সমর্থক দাবি করে তিনি বলেন, ভোট কেনাবেচা হচ্ছে খবর পেয়ে রাতে তাঁরা এলাকায় পাহাড়া দিচ্ছিলেন। পরে দুজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের আটক করে কাছ থেকে টাকা পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে তারা দুজনকে আটক করে নিয়ে যায়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন