[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বগুড়ায় হয়ে গেল গরুর ‘র‍্যাম্প শো’

প্রকাশঃ
অ+ অ-

বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলায় ‘গরুর র‌্যাম্প শো’। শুক্রবার বিকেলে বগুড়া সদর উপজেলার টিএমএসএস বিনোদন পার্কে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি বগুড়া: র‍্যাম্প শো মানেই রঙিন আলোর ঝলকানি, সুরের মূর্ছনায় হালফ্যাশনের পোশাকে মডেলদের বিভিন্ন ভঙ্গিতে হাঁটাচলা। কিন্তু বগুড়ায় আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এক র‌্যাম্প শো, যেখানে মডেল হয়ে হেঁটেছে সুসজ্জিত গরু। ‘বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলা’ উপলক্ষে শুক্রবার বিকেলে বগুড়ার টিএমএসএস বিনোদন পার্কে গরুর এই র‍্যাম্প শোর আয়োজন করে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ)।

গরুর র‌্যাম্প শোয়ে মডেল হয়ে হেঁটেছে সুসজ্জিত গরু। শুক্রবার বিকেলে বগুড়া সদর উপজেলার টিএমএসএস বিনোদন পার্কে | ছবি: পদ্মা ট্রিবিউন

এর আগে বেলা ১১টায় উত্তরবঙ্গ গরু মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান। বিকেলে র‍্যাম্প শোতে বগুড়া ভান্ডার অ্যাগ্রো ফার্মের ১ হাজার ১০০ কেজির হলস্টাইন ফ্রিজিয়ান প্রজাতির গরু ‘ফিডো’, ৮০০ কেজি ওজনের শাহিওয়াল প্রজাতির গরু ‘টাইগার’ এবং ৭৫০ কেজি ওজনের দুটি শাহিওয়াল গরু ‘টম’ ও ‘জেরি’ ছাড়াও বেশ কিছু সুদর্শন বড় আকৃতির গরু অংশ নেয়।

মেলায় দুই শতাধিক খামারের ২৫০টির বেশি গরু প্রদর্শিত হয়  | ছবি: পদ্মা ট্রিবিউন

সরেজমিনে মেলায় দেখা যায়, শাহিওয়াল, ফ্রিজিয়ানসহ নানা জাতের গরু নিয়ে মেলায় এসেছেন খামারিরা। তবে বিক্রির জন্য নয়, বরং প্রদর্শনের জন্যই এসব শৌখিন গরু আনা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক ও খামার মালিকেরা। র‌্যাম্প শোর প্রধান আকর্ষণ ছিল ‘ফিডো’ নামের গরুটি। মেলায় দুই শতাধিক খামারের ২৫০টির বেশি গরু প্রদর্শিত হয়। এ ছাড়া মেলায় নানা জাতের পোষা প্রাণী ও পাখি উঠেছে। দেশের নানা প্রান্ত থেকে সেরা গরু, ছাগল, গয়াল, মহিষ, ঘোড়া, ভেড়া, দুম্বাসহ শৌখিন পশু মেলায় এনেছেন খামারিরা।

মেলার প্রধান সমন্বয়ক বগুড়া ভান্ডার অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী তৌহিদ পারভেজ বলেন, ‘এই মেলার মাধ্যমে একটি ফার্মের সঙ্গে আরেকটি ফার্মের অভিজ্ঞতা ভাগাভাগি করা এবং খামারিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। তরুণ প্রজন্মকে গরু সম্পর্কে ইতিবাচক ধারণা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসম্মতভাবে কীভাবে গরু মোটাতাজা করা যায়, সে বিষয় তুলে ধরা হয়েছে।’

এই মেলার মাধ্যমে একটি ফার্মের সঙ্গে আরেকটি ফার্মের অভিজ্ঞতা ভাগাভাগি করার চেষ্টা করা হয়েছে  | ছবি: পদ্মা ট্রিবিউন

তৌহিদ পারভেজ আরও বলেন, মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ৭২টি পুরস্কার দেওয়া হবে। এই মেলা প্রান্তিক খামারিদের জন্য একটি বড় সুযোগ। এখানে তাঁরা পালন করা প্রতিটি গরুর ভালো দাম পেতে দেশের স্বনামধন্য খামারিদের কাছে প্রদর্শন করতে পারবেন। এটি সব খামারির মিলনমেলায় পরিণত হবে। পাশাপাশি সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপিত হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন