[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাড্ডা থানার মামলায় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদারের জামিন, মুক্তিতে বাধা নেই

প্রকাশঃ
অ+ অ-

রুহুল কুদ্দুস তালুকদার দুলু | ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডা থানার এক মামলায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন চেয়ে তাঁর করা আবেদনের শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

নাশকতার অভিযোগে করা ওই মামলায় গত ১ নভেম্বর নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন রুহুল কুদ্দুস তালুকদার। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন, সঙ্গে ছিলেন আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর।

পরে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘ওই মামলার এজাহারে রুহুল কুদ্দুস তালুকদারের নাম থাকলেও তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি শারীরিকভাবে অসুস্থ—এসব যুক্তিতে জামিন চাওয়া হয়। হাইকোর্ট জামিন মঞ্জুর করেছেন। এই মামলায় জামিন হওয়ায় রুহুল কুদ্দুস তালুকদারের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।’

গত ১৮ অক্টোবর বাড্ডা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। মামলার অভিযোগে বলা হয়, নাশকতার উদ্দেশ্যে ১৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড্ডার বৈঠকখালী এলাকায় বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। উপস্থিতি টের পেয়ে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ করে হামলা করেন।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, বিএনপির নেতা রুহুল কুদ্দুসের আহ্বানে দলের নেতা-কর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন। এই মামলায় গত ১৮ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাঁকে হাজির করে পুলিশ। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন