[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইইউর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আইনি চেষ্টায় হার রুশ ধনকুবেরের

প্রকাশঃ
অ+ অ-

রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ | ফাইল ছবি: রয়টার্স

পদ্মা ট্রিবিউন ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের আইনি চেষ্টায় হেরে গেছেন রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ।

ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আব্রামোভিচ ইইউর নিষেধাজ্ঞায় পড়েন। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে তিনি আইনগত পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু তিনি বিফল হয়েছেন।

ইউক্রেনে হামলার জেরে রাশিয়া ও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রদের লক্ষ্যবস্তু করে শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে ২০২২ সালে ৫৭ বছর বয়সী আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা দেয় ইউরোপীয় কাউন্সিল।

রুশ ব্যবসায়ী আব্রামোভিচ ইউরোপীয় কাউন্সিলের এই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে ইইউর সাধারণ আদালতে মামলা করেছিলেন।

ব্রাসেলসে অবস্থিত এই আদালত গতকাল বুধবার আব্রামোভিচের করা মামলা খারিজ করেন। একই সঙ্গে তাঁর ক্ষতিপূরণের দাবিও নাকচ করেন আদালত।

রায়ে আদালত যুক্তি হিসেবে রাশিয়ান ইস্পাত কোম্পানি ইভরাজে আব্রামোভিচের ভূমিকার কথা উল্লেখ করেছেন।

একই সঙ্গে আদালত বলেছেন, ইস্পাত খাত রুশ সরকারের রাজস্বের একটি প্রধান উৎস।

রায়ে বলা হয়, আব্রামোভিচের মামলা খারিজ করছেন ইইউর সাধারণ আদালত। এর ফলে তাঁর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাব্যবস্থা বহাল রইল।

রায়ের পর আব্রামোভিচের পক্ষে এক বিবৃতি দেওয়া হয়েছে। এতে আব্রামোভিচ বলেছেন, তিনি এই রায়ে হতাশ। রায়ের বিরুদ্ধে তিনি আপিল করতে পারেন।

আব্রামোভিচের ইসরায়েলি নাগরিকত্বও আছে। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ফুটবল ক্লাব চেলসির সাবেক মালিক।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন