[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বগুড়ায় লেখক চক্র পুরস্কারে ভূষিত হলেন পাঁচজন

প্রকাশঃ
অ+ অ-

বগুড়া লেখক চক্রের সমাপনী অনুষ্ঠানে সম্মাননা পাওয়া পাঁচ গুণী। বগুড়া শহরের জেলা পরিষদ মিলনায়তনে ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি বগুড়া: বগুড়ায় নিজ নিজ ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে লেখক চক্র পুরস্কার পেয়েছেন পাঁচজন। বগুড়া লেখক চক্রের আয়োজনে দুই বাংলার কবি সম্মেলনের দ্বিতীয় দিনে শনিবার এ সম্মাননা জানানো হয়।

পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন, কবিতায় তুষার কবির, কথাসাহিত্যে আকিমুন রহমান, লিটল ম্যাগাজিন সম্পাদনায় সুমন বণিক, প্রকাশনায় আবু এম ইউসুফ এবং সাংবাদিকতায় মিলন রহমান।

বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ মান্নান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আমিনুল ইসলাম। অতিথিদের মধ্যে ছিলেন বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, সাবেক রাষ্ট্রদূত ইকতিয়ার চৌধুরী প্রমুখ।

সভায় আখতারুজ্জামান ইলিয়াস, ফারুক সিদ্দিকী, আনওয়ার আহমদ, মুহম্মদ রহমতুল বারী, মোস্তফা নূরউল ইসলাম, কাজী রব, মনোজ দাশগুপ্ত, রেজাউল করিম চৌধুরী এবং শামীম কবীর স্মরণে আলোচনা সভা হয়। আলোচনা শেষে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের গণসংস্কৃতি বিভাগ বীর পিয়ার চাঁদ নাটকটি মঞ্চস্থ করে।

আয়োজকেরা বলেন, গত শুক্রবার এই কবি সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান। বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী।

অনুষ্ঠানে বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন ও প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান রোকেয়া ইসলাম বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে মুহম্মদ শহীদুল্লাহর কাব্যগ্রন্থ শূন্য প্রহরে একা, মনসুর রহমানের প্রবন্ধসংগ্রহ বিবিধ সংগ্রহ, নাসির সিরাজীর কাব্যগ্রন্থ জলের সঙ্গে জলের খেলা, সুমন বণিক সম্পাদিত অগ্নিশিখা এবং এম রহমান সাগর সম্পাদিত শিশুতোষ পত্রিকা অনুশীলন-এর মোড়ক উন্মোচন করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন