[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে নির্বাচন উপলক্ষে আ.লীগের বর্ধিত সভা

প্রকাশঃ
অ+ অ-

বক্তব্য দিচ্ছেন গালিবুর রহমান শরীফ | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঈশ্বরদী উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা হয়েছে।

সোমবার সন্ধ্যায় শহরের ষ্টেশন রোড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়। এতে যুক্ত হন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গালিবুর রহমান শরীফ।   

সভায় বক্তব্য রাখেন পাবনা- ৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সহসভাপতি গোলাম মোস্তফা চান্না মণ্ডল, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমন্বয়কারী আতম শহিদুজ্জামান নাসিম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, সদস্য বশির আহমেদ বকুল ও মুলাডুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম মালিথা।

সভায় বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে  সামনে রেখে দলীয় নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। একই সঙ্গে এই আসনে আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচিত করতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী গনসংযোগ বাড়াতে হবে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন