[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিচারপ্রার্থীদের শঙ্কাগুলো পরম যত্নে দূর করুন: প্রধান বিচারপতি

প্রকাশঃ
অ+ অ-

বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান এবং জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ঢাকা, ৪ নভেম্বর | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, প্রতিদিন বিচারকের আসন গ্রহণ করার সময় প্রত্যেক বিচারপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে আপ্লুত হন। ভাবনায় আসে এই বিচারপ্রার্থীদের জন্য বঙ্গবন্ধু তাঁর তারুণ্য উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধুর প্রতি সত্যিকারের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে হলে বিচারপ্রার্থীদের সঠিক বিচারিক সেবা দিতে হবে। তাঁদের শঙ্কাগুলোকে পরম যত্নে দূর করতে হবে।

শনিবার বিকেলে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর সমাপনী অনুষ্ঠান এবং জাতীয় সংবিধান দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করেন দেশের সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি বলেন, ‘প্রতিদিন বিচারকের আসন গ্রহণকালে আমি ও আমার প্রত্যেক সহকর্মী বিচারকের হৃদয় আপ্লুত হয় বঙ্গবন্ধুর স্মরণে। আমাদের ভাবনায় অনুরণিত হয় এই বিচারপ্রার্থীদের জন্যই বঙ্গবন্ধু নিজ তারুণ্য উৎসর্গ করেছেন, পরিজন ত্যাগ করেছেন।’

ফিলিস্তিনের নিপীড়িত জনগণের মানবিক বিপর্যয়ের দ্রুত সমাধানের দাবি জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, শিশুরা লাশ হচ্ছে বাবার বাহু ও মায়ের কোলে। পৃথিবীর কোথাও একটি রাষ্ট্র নেই তাদের। পৃথিবীতে কিছু মানুষ আছে, যারা প্রতিনিয়ত শান্তির আশা করে। আশা করে সব জাতির নেতারাই যেন তাদের আবেদন ও আকুতি শুনতে পান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপের প্রধান বিচারপতি উজ. আহমেদ মুথাসিম আদনান বলেন, ‘২০২১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরে তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়। বিচার বিভাগ নিয়ে আলোচনা হয় আমাদের মধ্যে। আমি তাঁর গতিশীল ব্যক্তিত্ব দেখে বিস্মিত হই। আমি এটা নিশ্চিত যে তাঁর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ জ্ঞান, সমৃদ্ধি ও শান্তির প্রতীকে পরিণত হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। স্বাধীনতার পর বাংলাদেশ কীভাবে একটি সংবিধান পেল, সেই ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। ভবিষ্যতেও আমরা শক্তিশালী জাতি হয়ে টিকে থাকব, যা দেশের মানুষ চায়।’

প্রতিষ্ঠালগ্ন থেকেই সুপ্রিম কোর্ট নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির বলেন, ‘সংবিধান ও আইনের শাসন রক্ষা করা আমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। মানুষের অধিকার রক্ষায় আপস করলে চলবে না।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন। তিনি বলেন, ‘সংবিধান প্রতি মুহূর্তে আমাদের সঠিক পথ নির্দেশ করে যাচ্ছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন