[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফায়ার সার্ভিসে প্রথমবারের মতো নারী ফায়ার ফাইটার

প্রকাশঃ
অ+ অ-

প্রথমবারের মতো ফায়ার ফাইটার পদে যোগ দিয়েছেন ১৫ নারী ফায়ার ফাইটার | ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

নিজস্ব প্রতিবেদক: ফায়ার সার্ভিসে প্রথমবারের মতো ফায়ার ফাইটার পদে ১৫ নারী যোগ দিয়েছেন। আজ রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে তাঁদের স্বাগত জানান।

এর আগে গতকাল শনিবার নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন নারী ফায়ার ফাইটাররা। পরে তাঁদের মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ জুন ফায়ার ফাইটার নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ফায়ার ফাইটার (মহিলা) পদে ২ হাজার ৭০৭ জন আবেদনকারীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই, শারীরিক যোগ্যতা ও মেডিকেল পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ১৫ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে নিয়োগপত্র জারি করা হয়।

ফায়ার ফাইটার (মহিলা) পদে যে ১৫ জন যোগদান করেছেন, তাঁরা হলেন মোছা. মাজেদা খাতুন, পাপিয়া খাতুন, পিংকি রায়, মোছা. মাইমুনা আক্তার, রিমা খাতুন, মিস মেহেরুন্নেছা মিম, মোছা. আরজুমান আক্তার, মিশু আক্তার, ঝর্না রানী পাল, মোছা. কাকুলী খাতুন, ইসরাত জাহান, মোছাম্মৎ নাজমুন নাহার, মোসা. ইয়াসমীন খাতুন, মোছা. রুজিনা আকতার ও প্রিয়াংকা হালদার।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন