[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিএনপির হরতাল-অবরোধে ৯২ গাড়িতে আগুন: ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি

প্রকাশঃ
অ+ অ-

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেছেন, গত ২৮ অক্টোবরের পর বিএনপির ডাকা হরতাল ও অবরোধে এখন পর্যন্ত ৯২টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে ২০০ গাড়ি।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বলেন, আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ কোনোভাবে বরদাশত করা যায় না।  

একই সঙ্গে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার দাবি জানান সমিতির সাধারণ সম্পাদক।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন