সিরাজগঞ্জে মহাসড়কে ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা, গাড়ি ভাঙচুর
![]() |
| মুরগির খাদ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল উড়ালসড়কের পূর্ব পাশের মহাসড়কে | ছবি: সংগৃহীত |
প্রতিনিধি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে মুরগির খাদ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ঝাঐল উড়ালসড়কের পূর্ব পাশের মহাসড়কে এ ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রাজশাহীগামী মুরগির খাদ্যবাহী ট্রাকটি ঝাঐল উড়ালসড়ক এলাকায় পৌঁছালে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের কেবিনের কিছু অংশ পুড়ে গেছে এবং গ্লাস ভেঙে গেছে। এর কিছুক্ষণ আগে মহাসড়কের বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে তারা।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সামিউল আলম প্রথম আলোকে বলেন, ‘আজ সকালে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়েছিল, তবে আমরা স্থানীয় লোকজনের সঙ্গে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছি। এ কারণে ট্রাকটির তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
.jpg)
Comments
Comments