[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তানোরে আ. লীগে যোগদানের খবর মিথ্যা দাবি বিএনপি নেতার

প্রকাশঃ
অ+ অ-

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মোজাম্মেল হক খান | ছবি: পদ্মা ট্রিবিউন 

প্রতিনিধি তানোর: সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত আওয়ামী লীগে যোগদানের সংবাদ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরনজাই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক খান। 

বৃহস্পতিবার রাতে উপজেলার সরনজাই বাজারে বিএনপির কার্যালয়ে জরুরি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

সম্মেলনে বিএনপি নেতা মোজাম্মেল হক বলেন, ‘আমি জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আছি, বিএনপির রাজনীতির সঙ্গেই থাকতে চাই। তবে, গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের মঞ্চে স্থানীয় সংসদ সদস্য ভালোবেসে আমাকে একটি মালা গলায় পরিয়ে দেন। আর এ মালা পরানোর ছবি নিয়ে অনেকে আমি আওয়ামী লীগে যোগদান করেছি বলে বিভিন্নভাবে মিথ্যা প্রচারণা চালাতে থাকেন। মূলত যোগদানের এসব খবর সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। আমি বিএনপির রাজনীতিতে অবিচল আছি এবং আজীবন থাকব।’

সংবাদ সম্মেলনে সরনজাই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন