[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

চট্টগ্রাম নগরে বাসে আগুন

প্রকাশঃ
অ+ অ-

চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি খালি মিনিবাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আজ সোমবার রাত ১০টায় |  ছবি: সংগৃহীত

প্রতিনিধি চট্টগ্রাম: বিএনপির অবরোধ শুরুর আগের রাতে চট্টগ্রাম নগরে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার রাত ৯টা ৫০ মিনিটে নগরের দামপাড়া বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়।

এ সময় বাসে কোনো যাত্রী ছিল না। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা বলতে পারছে না পুলিশ।

রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। প্রায় ৪০ মিনিট পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পরপর সিডিএ অ্যাভিনিউয়ের দামপাড়া থেকে জিইসি পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নেভানোর পর চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পরপরই বাসে আগুন দেওয়ার প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

ঘটনাস্থলে আসা আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা খান খলিলুর রহমান সাংবাদিকদের বলেন, বাসটি গ্যাসচালিত। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি গ্যাসের সিলিন্ডারের সংযোগটি বিছিন্ন করেন। বাসের জানালার কাচ, আসনসহ সবকিছু পুড়ে গেছে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) পংকজ দত্ত বলেন, কে বা কারা আগুন দিয়েছে, এখনো বলা যাচ্ছে না। ঘটনার সময় মিনিবাসটি রাস্তায় দাঁড়ানো ছিল। বাসে কোনো যাত্রী ছিলেন না। ঘটনাস্থলের আশপাশে অনেক সিসিটিভি ক্যামেরা আছে। এগুলোর ফুটেজ যাচাই–বাছাই করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।

ঘটনাস্থলের পাশের দোকানদার মো. শহীদ বলেন, রাত সাড়ে নয়টায় দোকান বন্ধ করে চলে যান। পরে খবর পেয়ে এসে দেখেন দোকানের সামনে থাকা গাড়িতে আগুন লেগেছে।

ঘটনাস্থলে প্রায় আধ ঘণ্টা অবস্থান করেও চালকের খোঁজ পাওয়া যায়নি। পুলিশও চালকের সন্ধান জানাতে পারেনি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন