[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে খেলাঘরের বিক্ষোভ, হাসপাতালে বোমা হামলার নিন্দা

প্রকাশঃ
অ+ অ-

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করে খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটি। শুক্রবার বিকেল চারটায় নগরের প্রেস ক্লাবের সামনে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি চট্টগ্রাম: আন্তর্জাতিক যুদ্ধনীতি লঙ্ঘন করে ফিলিস্তিনের হাসপাতালে ইসরায়েল ন্যক্কারজনকভাবে বোমা হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও জনস্বাস্থ্যবিদ এ কিউ এম সিরাজুল ইসলাম।

ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনের শিশু এবং গণহত্যার প্রতিবাদে শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। খেলাঘর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে খেলাঘরের শিশু কিশোরেরা অংশগ্রহণ করে।

খেলাঘরের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, সারা বিশ্ব আজ লজ্জিত, ক্রোধান্বিত। ইসরায়েল যেভাবে গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে তা ন্যক্কারজনক। তারা হাসপাতালে পর্যন্ত বোমা হামলা করেছে। এটা আন্তর্জাতিক যুদ্ধনীতির লঙ্ঘন। কোনো যুদ্ধে হাসপাতালে হামলা করা হয় না। কিন্তু ইসরায়েল সেটাও মানেনি।

তিনি আরও বলেন, শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এমন হত্যাযজ্ঞ দেখে আজ বাংলাদেশের শিশুদের মনও ভালো নেই। ফিলিস্তিনির নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সারা বিশ্বের মানুষের প্রতি তিনি আহ্বান জানান।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী জয়ন্তী লালা বলেন, ‘ফিলিস্তিনে যুদ্ধের সবচেয়ে নির্মম শিকার হচ্ছে শিশু ও নারীরা। এমন যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোর প্রতি আমরা অনুরোধ জানাই।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক শরীফ চৌহান বলেন, ‘ইসরায়েলের নগ্ন হামলাকে সমর্থন জানিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদী এবং ইউরোপের বিভিন্ন দেশ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

সাংবাদিক সুভাষ দে বলেন, ‘বিশ্বের বড় বড় বুদ্ধিজীবীরা বিভিন্ন ব্যক্তি ও দেশের সংকটের সময় বিবৃতি দিয়ে থাকেন। কিন্তু ফিলিস্তিনে পাখির মতো শিশু ও মানুষ হত্যার সময় তাঁরা চুপ। আমরা তাদের সোচ্চার হওয়ার আহ্বান জানাই।’

খেলাঘরের সম্পাদক মণ্ডলীর সদস্য মনোয়ার জাহানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, খেলাঘর সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, উদীচী চট্টগ্রামের সহসভাপতি সুনীল ধর ও আলোকময় তলাপাত্র, খেলাঘর সম্পাদকমণ্ডলীর সদস্য পরেশ দাশগুপ্ত প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন