[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সুইডিশ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক: নির্বাচনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে: শাহরিয়ার আলম

প্রকাশঃ
অ+ অ-

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী ডায়ানা ইয়ান্স। ঢাকা, ০৯ অক্টোবর | ছবি: পদ্মা ট্রিবিউন

কূটনৈতিক প্রতিবেদক: সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী ডায়ানা ইয়ান্স বলেছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় সুইডেন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পথে যেসব চ্যালেঞ্জ আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকের পর ডায়ানা ইয়ান্স সাংবাদিকদের এসব কথা বলেন। সোমবার দুপুরে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওই বৈঠক হয়।

বাংলাদেশের নির্বাচনের বিষয়ে সুইডেনের প্রত্যাশার কথা জানতে দেশটির প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। আর এটার বিষয়ে দায়দায়িত্ব হচ্ছে সরকারের।’

ডায়ানা ইয়ান্স আরও বলেন, বাংলাদেশের সঙ্গে সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক আছে। এ দুই দেশের সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায় এবং পারস্পরিক সম্পর্কের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘সুইডেনের মন্ত্রীর সঙ্গে নির্বাচন নিয়ে আলাপ হয়েছে। তিনি জানতে চেয়েছেন, আমাদের আগামী নির্বাচনকে অবাধ-সুষ্ঠু করার জন্য আমরা কী পদক্ষেপ নিয়েছি? আমি ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের আগের দুই বছর যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সে সময়ের প্রেক্ষাপট এবং ২০০৮ সালের নির্বাচনের অভিজ্ঞতা বলেছি। ২০১৪ সালের নির্বাচনে কয়েকটি রাজনৈতিক দলের বর্জন করা এবং নির্বাচন বানচালের চেষ্টা; পাশাপাশি যে ঘটনাপ্রবাহ ছিল, জ্বালাও–পোড়াও হয়েছে, মানুষকে খুন করা হয়েছে, সেসব জানিয়েছি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে কিছু রাজনৈতিক দল এলেও নেতৃত্বের অভাবে তারা শেষ পর্যন্ত নির্বাচনে থাকেনি। তারা এখনো অপচেষ্টা করে যাচ্ছে। নির্বাচন কমিশনে যে নতুন আইন হয়েছে, সে বিষয়েও সুইডেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানিয়েছি। পাশাপাশি ইউরোপের সহায়তায় ছবিসহ ভোটার কার্ড করায় আমাদের নির্বাচনে সুবিধা হয়েছে এবং সামনে নির্বাচনপ্রক্রিয়া আরও সহজ করতে সুইডেন সরকারের সহযোগিতা কামনা করেছি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন