[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশঃ
অ+ অ-

গাজীপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে মহানগরের কোনাবাড়ী এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি গাজীপুর: গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত নয়টার দিকে ‘আজমেরী পরিবহন’ নামের ওই বাসে অগ্নিসংযোগ করা হয়। ওই সময় বাসে কোনো যাত্রী ছিলেন না।

গাজীপুরের কালিয়াকৈর থেকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ওই বাসে ঢাকায় শান্তি সমাবেশে গিয়েছিলেন। সমাবেশ থেকে ফিরে বাসটি কোনাবাড়ী নতুন বাজার এলাকার আঞ্জুমান ফিলিং স্টেশনের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত নয়টার দিকে পাঁচ–ছয়জন যুবক প্রথমে বাসটির গ্লাস ভাঙচুর করেন। এরপর বাসে পেট্রল ঢেলে আগুন দিয়ে তাঁরা পালিয়ে যান। মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। পরে আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। ততক্ষণে বাসের অধিকাংশ পুড়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত পৌনে ১০টার দিকে বাস থেকে ধোঁয়া বের হচ্ছিল।

স্থানীয় ব্যবসায়ী আবদুল আলিম বলেন, ‘বাসটি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পাঁচ-ছয়জন যুবক বয়সের ছেলে হুট করে এসে চোখের নিমেষে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। তাঁদের কাউকে আমরা চিনতে পারিনি।’

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছেন, কয়েকজন যুবক আগুন ধরিয়ে দিয়ে মোটরসাইকেল নিয়ে কালিয়াকৈরের দিকে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন