[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যেসব নেতা-কর্মী এসেছেন, তাঁরা ঢাকা ছাড়বেন না: নুরুল হক

প্রকাশঃ
অ+ অ-

গণ অধিকার পরিষদের সমাবেশে বক্তব্য দেন নুরুল হক | ছবি: পদ্মা ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, বিএনপিসহ যুগপৎ আন্দোলনকারীদের সঙ্গে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে। তাই যেসব নেতা-কর্মী ঢাকায় এসেছেন, তাঁরা কোনোভাবেই ঢাকা ছাড়বেন না।

আজ শনিবার বেলা ১১টা থেকে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের গণসমাবেশ চলছে। বেলা সাড়ে ১১টার দিকে নুরুল হক ঘোষণা দেন, বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদের সমাবেশ চলবে।

নুরুল হক আরও বলেন, ঢাকার রাজপথে সরকারের পদত্যাগ দাবিতে লাখ লাখ মানুষ এসেছেন। সরকার লাখ লাখ জনতার স্রোত থামাতে পারেনি।

নুরুল হক আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় একেবারে শেষ। কোনো নেতা-কর্মীকে পুলিশ নির্যাতন করলে পুলিশ সদর দপ্তর ঘেরাও করা হবে। এ সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা বাড়ি ফিরবেন না।

সমাবেশে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতারা বক্তব্য দিচ্ছেন। গণসমাবেশে নুরুল হক ছাড়াও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উপস্থিত আছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন