[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিংড়ায় সাহিত্য আড্ডা ও পুরষ্কার বিতরণ

প্রকাশঃ
অ+ অ-

সাহিত্য মেধা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি নাটোর:  নাটোরের সিংড়ায় হাতিয়ান্দহ গণগ্রন্থাগারের আয়োজনে নবীন-প্রবীণ কবি সাহিত্যিক ও লেখকদের নিয়ে সাহিত্য আড্ডা এবং স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের সাহিত্য মেধা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর ১২টায় হাতিয়ান্দহ বাজরে গ্রন্থাগারের সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে পাঠাগার কক্ষে এ সাহিত্য আড্ডা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ে আলোচনা করেন কবি অধ্যক্ষ সুবিদ কুমার মৈত্র, অলক, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, কবি অ্যাডভোকেট আব্দুল ওহাব, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, হাতিয়ান্দহ গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক রাজিবুর ইসলাম, কবি মাহাবুব মান্নান, কবি সুনিল কুমার সরকার ও কবি আজাহার আলী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশান্ত কুমার সরকার। কবিতা ও আলোচনা শেষে বাকী বিল্লাহ রশীদি মেধা প্রতিযোগিতা ২০২৩-এর অংশ গ্রহণকারী স্কুল পর্যায়ের বিজয়ী ১৩ জনের হাতে পুরস্কার হিসেবে বই উপহার দেন বিশিষ্টজনরা।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন