[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঈশ্বরদীতে ছাগল চুরি করে পালানোর সময় দুজন ধরা

প্রকাশঃ
অ+ অ-

ছাগল চুরি করে মোটরসাইকেলে করে পালানোর সময় দুজনকে আটক করেছে পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ঈশ্বরদী: ছাগল চুরি করে মোটরসাইকেলে তুলে নিয়ে পালানোর সময় পাবনার ঈশ্বরদীতে ধরা খেয়েছেন দুজন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের কোলেরকান্দি বটতলায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে আসিফ ও রুবেল এক প্রতিবেশীর ছাগল চুরি করে। ছাগলটি বস্তায় ভরে মোটরসাইকেলে দাশুড়িয়ার দিকে যাওয়ার পথে কোলেরকান্দি বটতলা এলাকায় হাইওয়ে পুলিশ দেখে পালাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যায়। পরে সন্দেহ হলে তাদের আটক করে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়।

আটক দুজন হলেন ওই ইউনিয়নের মানিকনগর বিশ্বাসপাড়া গ্রামের আসিফ বিশ্বাস (৩২) ও জয়নগর মধ্যপাড়া গ্রামের রুবেল মৃধা (৩৫)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে প্রায়ই বিভিন্ন লোকের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই, টাকা ও ছাগল চুরি করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকসহ একাধিক মামলাও রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন