রাজশাহীতে ৬ জুয়াড়ি গ্রেপ্তার
প্রকাশঃ
![]() |
| গ্রেপ্তার | প্রতীকী ছবি |
প্রতিনিধি রাজশাহী: রাজশাহী মহানগরীর শিরোইল কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ছয়জন হলেন মোক্তার হোসেন (৫০), আবু সাঈদ (৫৩), শুকুর আলী (৩৫), আমিনুর শেখ (৬০), দ্বীপক কুমার সরকার (৩৮) ও শাহারুল ইসলাম জাহিদ (৪৫)। নগরীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।
শনিবার সকালে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, অভিযানের সময় নগদ টাকা ও তাস জব্দ করা হয়। গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments
Comments