ঈশ্বরদীতে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি
![]() |
| পাকশী ফুরফুরা শরীফ জামে মসজিদ | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে পাকশী ফুরফুরা শরীফ জামে মসজিদের সামনে স্থায়ীভাবে করা পাকা দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। রোববার সকালে মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা দানবাক্সটি খুলতে গিয়ে দেখেন, তালা ভাঙা ও টাকাপয়সা চুরি হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার পাকশী ফুরফুরা শরীফ জামে মসজিদের সামনে স্থাপিত দানবাক্স দেখভাল করে মসজিদ পরিচালনা কমিটি। কমিটির সদস্যরা ১৫ থেকে ২০ দিন পরপর বাক্সটি খুলে টাকাপয়সা সংগ্রহ করে মসজিদ ও এতিমখানার কাজে লাগান। মসজিদের ইমাম আব্দুল কাদের রোববার যোহর নামাজের আগে উপস্থিত মুসল্লিদের দানবাক্স ভেঙে টাকাপয়সা চুরির ঘটনাটি জানান। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধিক্কার জানান মুসল্লিরা।
পাকশী ফুরফুরা সিলসিলার বার্ষিক ইসালে সাওয়াব ও ওয়াজ মাহফিল পরিচালনা পর্ষদের প্রতিনিধি গোলাম মোস্তফা চাঁদ বলেন, ‘আমরা ১৫/২০ দিন পরপর দানবাক্সটি খুলে বেশ কিছু টাকা পেতাম, যা মসজিদ ও এতিমখানার উন্নয়নমূলক কাজে ব্যয় করা হতো। শনিবার রাতের আঁধারে কে বা কারা বাক্সটির তালা ভেঙে টাকা নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হবে। এ ঘটনাটি মুসল্লিদের অবগত করা হয়েছে।

Comments
Comments