[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সিরাজগঞ্জে শিশুকে হত্যার অভিযোগে বাবা আটক

প্রকাশঃ
অ+ অ-

হযরত আলী | ছবি: সংগৃহীত

প্রতিনিধি বেলকুচি: সিরাজগঞ্জের বেলকুচিতে ২ বছরের শিশুকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা হযরত আলীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার সূর্বনসাড়া নিশিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম জুনাইদ। আটক হযরত আলী ওই গ্রামের আব্দুল আওয়াল মুন্সির ছেলে।

শিশুটির মা লিপি খাতুন বলেন, ‘দীর্ঘ দিন ধরে হযরত আলী আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আসছে। আমাকে তালাক দেবে বলে। কিছুদিন আগে আমার শ্বশুর-শাশুড়ি তাঁর ছেলেকে বলে, ‘তোর ছেলেকে মেরে ফেল, তাহলে তোর বউ এমনি চলে যাবে।’ মঙ্গলবার সকালে ছেলেকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করি। পরে তাঁত ফ্যাক্টরিতে গিয়ে দেখি আমার ছেলে ঝুলে আছে। চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। এরপর আমার স্বামী পালিয়ে যায়।’

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করেছি। শিশুটিকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় শিশুটির বাবাকে আটক করা হয়। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন