[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবিপ্রবিতে চলছে রোভার স্কাউটসের বার্ষিক দিক্ষা ক্যাম্প

প্রকাশঃ
অ+ অ-

জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়  | ছবি: পদ্মা ট্রিবিউন

সংবাদদাতা পাবিপ্রবি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক দিক্ষা ক্যাম্প ও তাঁবু বাস অনুষ্ঠান শুরু হয়েছে। 

রোববার এ অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

এতে আরও উপস্থিত ছিলেন উপ-উপচার্য ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন, পাবিপ্রবি শাখার রোভার স্কাউটস সম্পাদক জিনাত রেহেনা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাবিবুল্লাহ, প্রক্টর ড. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. মো. নামজুল হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং রোভার স্কাউটস গ্রুপের সদস্যবৃন্দ।

সকাল ১০ টায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সংগীত ও রোভার স্কাউটস প্রতিজ্ঞার গান গাওয়া হয়। ভার্চুয়াল কনফারেন্স রুমে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার পরিচালনা করেন পাবনা জেলা শাখার কমিশনার আশ্রাফ আলী।

তিন দিনব্যাপী এই বার্ষিক দিক্ষা ও তাঁবু বাস আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন