[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাঘায় প্রশিক্ষণ বন্ধ রেখে শিক্ষকদের নিয়ে প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে শিক্ষা অফিসার

প্রকাশঃ
অ+ অ-

বাঘায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় | ছবি: পদ্মা ট্রিবিউন 

প্রতিনিধি বাঘা: রাজশাহীর বাঘায় প্রশিক্ষণ বন্ধ রেখে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের অনুষ্ঠানে যেতে বাধ্য করার অভিযোগ উঠেছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান বুধবার এ কাণ্ড করেছেন বলে জানা গেছে।
  
জানা যায়, বুধবার সকাল ৯টায় উপজেলা রিসোর্স সেন্টারের সভাকক্ষে ৩০ জন প্রাথমিক শিক্ষক নিয়ে উচ্চ শিক্ষার মানবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনের প্রশিক্ষণ চলছিল। বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণ একটানা চলার কথা থাকলেও সকাল ১০টার দিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান প্রশিক্ষণরত শিক্ষকদের বলেন, ‘মন্ত্রীর প্রোগ্রাম আছে। সেখানে যেতে হবে, সবাই চলেন।’ 

এ সময় শিক্ষকদের কেউ কেউ অনুষ্ঠানে যেতে অস্বীকৃতি জানান। পরে বাধ্য হয়েই শিক্ষকরা প্রশিক্ষণ বাদ দিয়ে মন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত হন।

এ বিষয়ে উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন বলেন, ‘প্রশিক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বারবার বলার পরেও শিক্ষা অফিসার শিক্ষকদের প্রোগ্রামে নিয়ে গেছেন। এর বেশি আমি আর কিছু বলতে পারব না।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান  বলেন, ‘তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের উদ্দেশ্যে মন্ত্রী মহোদয়ের একটি প্রোগ্রাম ছিল। সকাল ১০টার দিকে চা বিরতি থাকে। তখন বলেছিলাম, চলেন যাই মন্ত্রী মহোদয়ের প্রোগ্রামে। মন্ত্রী উদ্বোধনের শুধু ফিতা কাটলেই তো হয় না, বিভিন্ন রকম শিক্ষা নিয়ে কথা বলেন। আমরা গিয়ে দেখি টাইমিংয়ে মিলে নাই। তাই পরে আমরা চলে আসি।’

এ ঘটনায় জেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) সাইদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার সঠিক জানা নেই। যদি এমনটা ঘটে থাকে তবে, যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন