[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে নবনির্মিত শিবপুর পুলিশি তদন্তকেন্দ্রে | ছবি: পদ্মা ট্রিবিউন   

প্রতিনিধি নওগাঁ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তারা কাকে ভিসা দেবে, কাকে দেবে না, এটা তাদের ব্যাপার। আমাদের যেসব কর্মকাণ্ড, সেগুলো স্বাভাবিকভাবে চলছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট আছে।’

বুধবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে নবনির্মিত শিবপুর পুলিশি তদন্তকেন্দ্র ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতির প্রভাব সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের দেশের ভিসা নীতি, আমাদের এখানে কেন প্রভাব পড়বে? আগেও তো ভিসা চাইলেই সবাইকে দিত না। মানে, এটা তো সে রকমই। তারা অন্য কিছু বলেনি। বলেনি তো অমুক দল, অমুক সংগঠনকে যেতে দেবে না। কাজেই এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা দিতে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরু করার ঘোষণা দেয়। এ নিয়ে কয়েক দিন ধরেই দেশে নানা আলোচনা চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন