[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাকিব আল হাসান,বিশ্বকাপ ক্রিকেট,ক্রিকেট,খেলা,

প্রকাশঃ
অ+ অ-

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান | ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক: তামিম ইকবাল বোমা ফাটিয়েছিলেন বুধবার বিকেলে ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে। সাকিব আল হাসানও কম যান না। বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টসে একটি সাক্ষাৎকার দিয়ে গেছেন তিনি। রাত ১১টায় প্রচারিত সাকিবের সেই সাক্ষাৎকারে তামিমের তোলা অনেক অভিযোগেরই জবাব আছে। পাশাপাশি সাকিব কথা বলেছেন নিজেকে নিয়ে, বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা নিয়েও।

সাক্ষাৎকারের শেষ দিকে এসে প্রশ্ন করা হয়েছিল, সাকিব তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন? উত্তরটা বাংলাদেশ অধিনায়ক দিয়েছেন বেশ সরাসরিই, ‘আন্তর্জাতিক ক্যারিয়ার আমি যদি দেখি, এখন পর্যন্ত, ২০২৫-এর চ্যাম্পিয়নস ট্রফি।’

সাকিবকে জিজ্ঞেস করা হয়, এটা তো ওয়ানডে সংস্করণের জন্য? তিনি বলেন, ‘হ্যাঁ, এটা ওয়ানডের জন্য।’ তাহলে টি-টোয়েন্টি আর কত দিন খেলবেন সাকিব? ‘২০২৪ বিশ্বকাপ, দ্যাটস ইট’—সাকিবের উত্তর। আর টেস্ট? ‘হয়তো আরও আগেই ছেড়ে দেব’—সাকিব সরাসরিই জানিয়ে দেন।

তার মানে তিন সংস্করণ মিলিয়েই ২০২৫-এর চ্যাম্পিয়নস ট্রফির পর সাকিবকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। অবশ্য সাকিব তাঁর উত্তরের শুরুতেই বলেছেন, এটা এখন পর্যন্ত তাঁর ভাবনা। পরে এই ভাবনা যে বদলাতেও পারে, সেটাও বলেছেন, ‘হু নোজ, ভবিষ্যৎ কে বলতে পারে!’

তামিম ওয়ানডে অধিনায়কত্ব ছাড়াই হুট করেই ওয়ানডের নেতৃত্ব নিতে হয় আগেই টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বে থাকা সাকিবকে। গুঞ্জন আছে, সাকিব নাকি সেই সময় বেশ কিছু শর্ত দিয়েছিলেন বিসিবিকে। সেগুলোতে রাজি হওয়ার পরেই ওয়ানডে অধিনায়কত্ব নিতে রাজি হয়েছেন তিনি।

এ নিয়ে প্রশ্ন করা হলে সাকিবের উত্তর, একটা শর্তও দিইনি। কেউ যদি বলে আমি একটা শর্ত দিয়েছি যে আমি এটা চাই, এ রকম হলে ভালো হতো, কিন্তু কেউ বলতে পারবে না। একটা শর্তও না। যখন আমি এগুলো  নিউজে দেখেছি, শুধু হেসেছি।  কখনো বলিনি। এখনকার যে বাস্তব পরিস্থিতি আছে, আমি এই বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব করব। একদিন পরেও না।’

সাক্ষাৎকারে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন সাকিব। যাতে আছে আশাবাদ, ‘আমি বিশ্বাস করি, আমরা এই বিশ্বকাপে ভালো কিছু করতে পারব। আপনাদের সমর্থন থাকলে আমরা আসলেই ভালো কিছু করতে পারব।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন