[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে মোংলায় জাহাজ

প্রকাশঃ
অ+ অ-

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় ভিড়ছে বিদেশি জাহাজ এমভি স্যাপোডিল | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি বাগেরহাট: ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়া পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি সাপোদিল্লা।

আজ শুক্রবার দুপুরে জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে। এর আগে গত ১৬ জুলাই রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে বাণিজ্যিক জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। জাহাজটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৯৩৪ প্যাকেজের ৩ হাজার ২৪৩ মেট্রিকটন মেশিনারিজ পণ্য রয়েছে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোট শিপিংয়ের ম্যানেজার অসিম সাহা বলেন, দুপুরে জাহাজটিতে মোংলা বন্দরে ভিড়েছে। দ্রুত জাহাজ থেকে মালামাল খালাস শুরু হবে। এর পর সেখান থেকে সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া শুরু হবে।

এর আগে ২৬ জুলাই এমভি ইসানিয়া নামক একটি জাহাজে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ হাজার ২৭০ মেট্রিকটন মেশিনারিজ পণ্য মোংলা বন্দরে খালাস করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন