[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের শিকার ছাত্রী হাসপাতাল থেকে মেসে ফিরেছেন

প্রকাশঃ
অ+ অ-

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  | ছবি: পদ্মা ট্রিবিউন

সংবাদদাতা পাবিপ্রবি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র‌্যাগিংয়ের শিকার ছাত্রী কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে তাঁর মেসে ফিরেছেন। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশে তিনি নিজের মেসে ফেরেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার কাছে ঘটনার বর্ণনা ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করেছেন।

র‌্যাগিংয়ের শিকার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়েন। তিনি বিশ্ববিদ্যালয়ের পাশের একটি মেসে থাকেন। গত শনিবার রাতে মেসের জ্যেষ্ঠ ছাত্রীদের র‌্যাগিংয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি র‌্যাগিং প্রতিরোধ কমিটি রয়েছে। ঘটনার পর থেকেই কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। সেই সঙ্গে মেয়েটির খোঁজখবর রাখা হয়েছে। মেয়েটি এখন অনেকটাই সুস্থ। হাসপাতাল থেকে মেসে ফিরেছেন। এ ঘটনায় মেয়েটি প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর কামাল হোসেন বলেন, তিনি ছুটিতে আছেন। লিখিত অভিযোগের বিষয়টি জেনেছেন, তবে কপি হাতে পাননি। আগামীকাল মঙ্গলবার ক্যাম্পাসে গেলে অভিযোগের কপি হাতে পাবেন। তবে বিশ্ববিদ্যালয়ের র‌্যাগিং প্রতিরোধ কমিটির সদস্য ও ছাত্র উপদেষ্টার কাছে মেয়েটি ঘটনার বর্ণনা দিয়েছেন।

র‌্যাগিং প্রতিরোধ কমিটির সদস্য ও ছাত্র উপদেষ্টা নাজমুল হোসেন বলেন, ‘আমরা মেয়েটির কথা শুনেছি। সে ঘটনার সঙ্গে জড়িত কিছু ছাত্রীর কথা আমাদের বলেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তে অভিযোগের সত্যতা পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন