[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি করায় গ্রেপ্তার ৪

প্রকাশঃ
অ+ অ-

গ্রেপ্তার চারজন | ছবি: পদ্মা ট্রিবিউন 

প্রতিনিধি নলডাঙ্গা: নাটোরের নলডাঙ্গায় শিক্ষার্থীদের কাছে পণ্যেগ্রাফি বিক্রি করায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সন্ধ্য সাড়ে ৬টার দিকে উপজেলার ব্রহ্মপুর, পীরগাছা ও সরকুতিয়া বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চারটি সিপিইউ, ছয়টি হার্ডডিস্ক ও একটি এসএসডি র্কাড জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ব্রহ্মপুর হিন্দুপাড়ার বাচ্চু সরকার (৪৫), সরকুতিয়ার দক্ষিণ পাড়ার রাসেল সরদার (২২), সরকুতিয়ার মসজিদ পাড়ার নুরশাদ সরদার (৩৫) ও সরকুতিয়া পূর্বপাড়ার মিঠু সরদার (২৫)।

সিপিসি-২ নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ রাজশাহীর কোম্পানি উপ অধিনায়ক নরুল হুদা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের একদল সদস্য নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর, পীরগাছা ও সরকুতিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করায় চারজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় চারটি সিপিইউ, ছয়টি হার্ডডিস্ক ও একটি এসএসডি র্কাড জব্দ করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন