[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তাড়াশে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রকাশঃ
অ+ অ-

গ্রেপ্তার | প্রতীকী ছবি

প্রতিনিধি তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ছাত্রীকে (১৫) যৌন নিপীড়নের অভিযোগে কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমানকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারুহাঁস ইউনিয়নের মনোহরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দারুল উলুম খাদিজাতুল কুবরা হাফিজিয়া কওমি মহিলা মাদ্রাসায় এ যৌন নিপীড়নের ঘটনা ঘটে।

বিষয়টি তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম নিশ্চিত করেছেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মাদ্রাসার আবাসিক থেকে পড়াশোনা করতেন ওই ছাত্রী। এক সপ্তাহ আগে গভীর রাতে অভিযুক্ত ছাত্রীকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে আসেন। সেখানে ভুক্তভোগীকে যৌন নিপীড়ন করেন।

বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াউর রহমান ছাত্রীকে যৌন নিপীড়নের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

এ প্রসঙ্গে মো. নুরে আলম বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন