[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

টিকটক ভিডিও বানাতে ফোনের জন্য অপহরণ নাটক

প্রকাশঃ
অ+ অ-

অপহরণ |  প্রতীকী ছবি

প্রতিনিধি বগুড়া: স্মার্টফোন কেনার টাকা সংগ্রহ করতে নবম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্র অপহরণের নাটক সাজিয়ে বাবার কাছে মুক্তিপণ দাবি করেছে। এ পরিকল্পনায় যোগ দেয় তার আরও দুই চাচাতো ভাই। পরিকল্পনা অনুযায়ী একটি অজ্ঞাতনামা নম্বর থেকে ওই ছাত্রের বাবাকে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে হত্যার পর লাশ গুমের হুমকি দেওয়া হয়। এ ঘটনা পুলিশকে জানানো হলে তারা অভিযানে গেলে ধরা পড়ে বিষয়টি।

রোববার রাতে বগুড়ার গাবতলী মডেল থানার পুলিশ কথিত অপহৃত নবম শ্রেণির সেই মাদ্রাসাছাত্রকে উদ্ধার ও তার দুই সহযোগীকে আটক করে। গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোন্নাফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

মোন্নাফ আলী আজকের পত্রিকাকে জানান, গাইবান্ধার এক ব্যক্তি গতকাল রোববার দুপুরে থানায় অভিযোগ করেন যে তাঁর ছেলে গাবতলী উপজেলার নশিপুর এলাকায় একটি আবাসিক মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ালেখা করে। ঢাকা থেকে কুরিয়ার সার্ভিসে আসা বই আনার কথা বলে ১৪ সেপ্টেম্বর দুপুরে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। ১৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে এক নম্বর থেকে ফোন করে বলা হয় তাঁর ছেলেকে অপহরণ করে আটকে রাখা হয়েছে। তিন লাখ টাকা মুক্তিপণ না দিলে খুন করে লাশ গুম করা হবে। এরপর থেকে ওই ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

এমন অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গাবতলী পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গতকাল রাত ৯টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকার একটি ছাত্রাবাস থেকে মাদ্রাসাছাত্র, তার চাচাতো ভাই খায়রুল ইসলাম লিমন (২২) এবং মেহেদী হাসানকে (২২) আটক করে।

মাদ্রাসার ছাত্র ও তার চাচাতো ভাইদের বরাতে মোন্নাফ আলী জানান, তাঁদের পরিকল্পনা ছিল—অপহরণ নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায় করে ওই ছাত্র একটি দামি স্মার্টফোন কিনবে এবং বাকি টাকা তার চাচাতো ভাইসহ অপর সহযোগীরা ভাগ করে নেবেন। সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ সেপ্টেম্বর ছেলেটি মাদ্রাসা থেকে বের হয়ে চাচাতো ভাইয়ের মেসে ওঠে। পরে সদর উপজেলার পীরগাছা বন্দরে গিয়ে ছেলেটির বাবাকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনায় ওই মাদ্রাসাছাত্রের বাবা মামলা না করায় আটককৃতদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোন্নাফ আলী জানান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন