জয়পুরহাটে সন্ধ্যায় বের হয়ে পরদিন খালে মিলল কিশোরীর লাশ
![]() |
| স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি জয়পুরহাট: জয়পুরহাটে খাল থেকে এক কিশোরীর (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জেলার পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকার ঝিনাইগাড়ি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
কিশোরী ববিতা পারভীন পাঁচবিবি উপজেলার পাথরঘাটা গ্রামের মামুনুর রশিদের মেয়ে। সোমবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিল সে।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, ববিতা পারভীন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
মঙ্গলবার সকালে ঝিনাইগাড়ি খালে একটি কিশোরীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
![]() |
| লাশ উদ্ধারের খবরে বাড়িতে আশপাশের মানুষের ভিড় | ছবি: পদ্মা ট্রিবিউন |
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, এলাকাবাসী খবর দিলে কিশোরীর লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।


Comments
Comments