[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পরীক্ষকের যোগের ভুলে ফেল করেছিল রাজশাহীর ৫৮ শিক্ষার্থী

প্রকাশঃ
অ+ অ-
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের লোগো

প্রতিনিধি রাজশাহী: খাতায় প্রাপ্ত নম্বর যোগ করার সময় পরীক্ষকেরা ভুল করায় ফেল করেছিল রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ৫৮ জন এসএসসি পরীক্ষার্থী। এই পরীক্ষার্থীরা তাদের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করলে ভুল ধরা পড়ে। এই শিক্ষার্থীদের পাস দেখিয়ে সোমবার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর বিভাগের আট জেলার ২৩ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী তাদের ৫৫ হাজার ৯৬২টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে। পুনঃনিরীক্ষণের পর সোমবার সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, পুনঃনিরীক্ষণে মোট ৩৫৯ জন শিক্ষার্থীর ৩৬৩টি বিষয়ের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৫৮ জন ফেল থেকে পাস করেছে। নম্বর যোগে ভুল হওয়ার কারণে প্রথমবার তাদের ফেল এসেছিল। পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন পরীক্ষার্থী। একজন ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে বলেও জানান তিনি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন