[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নদীভাঙন থেকে চাঁদপুরকে রক্ষা করতে হলে নৌকাতেই ভোট দিতে হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-

নদীভাঙন ও চাঁদপুর শহর রক্ষা বাঁধ প্রকল্পের বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। চাঁদপুর সার্কিট হাউসে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি চাঁদপুর: শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনের সংসদ সদস্য দীপু মনি বলেছেন, চাঁদপুরে আগামী দিনেও নদীভাঙন প্রতিরোধে কাজ হবে। যেটুকু ভাঙছে, সেটুকু যদি রক্ষা করতে হয়, তাহলে আগামী নির্বাচনে নৌকাতেই ভোট দিতে হবে।

আজ শনিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলা সদরের বিষ্ণুপুর ও ইব্রাহীমপুর ইউনিয়নে নদীভাঙন এবং চাঁদপুর শহর রক্ষা বাঁধ প্রকল্পের বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা বেশি থাকে। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে তাদের কাছে কেউ চায়ও নাই। যেকোনো দিন দেয়নি, দিতে পারে না, দেওয়ার কোনো সক্ষমতা নাই, দেওয়ার কোনো ইচ্ছা ও দরদ নাই, তার কাছে কেউ চায় না। তারা যখন ক্ষমতায় ছিল, কিছুই হয়নি। কারণ, তাদের এমপি-মন্ত্রীর বাড়ির সামনে রাস্তা, ব্রিজ ও কালভার্ট আমাদের করে দিতে হয়েছে। কাজেই মানুষের প্রত্যাশা আওয়ামী লীগ সরকারের কাছে। আর চাঁদপুরে নদীভাঙন প্রতিরোধে যতটুকু কাজ হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে।’

দীপু মনি বলেন, ‘আজকের সভায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নদীভাঙনের যে চিত্র আমাদের সামনে তুলে ধরেছে, তা দেখেছি। বিভিন্ন স্থানে ভাঙন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে, সে জন্য ধন্যবাদ। আমি এ বিষয়গুলো অবগত এবং মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। আমি আবারও চাঁদপুরের নদীভাঙন প্রতিরোধের প্রকল্পগুলো নিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলব।’

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান ও চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

উপকূলীয় এলাকার চেয়ারম্যান ও কাউন্সিলররা ভাঙনকবলিত তাঁদের এলাকার চিত্র তুলে ধরে সভায় বক্তব্য রাখেন। পাউবো চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, আবিদা সুলতানা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন