চাটমোহরে নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
![]() |
| জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হচ্ছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
প্রতিনিধি চাটমোহর: পাবনার চাটমোহরে ১০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে বৃহস্পতিবার এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা খাতুন।
উপজেলা মৎস্য কার্যালয়ে সূত্রে জানা গেছে, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অভিযান চালানো হয়। এ সময় বিলচলন খলিশাগারী, বোয়ালমারী ও ডাকাতের ভিটা এলাকার বিলে অভিযান চালিয়ে ২০০টি চায়না দুয়ারি জাল ও ১ লাখ মিটার কারেন্ট জাল সব মিলিয়ে ১০ লাখ টাকার জাল জব্দ করা হয়। পরে জব্দ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সহকারী প্রোগ্রামার আব্দুল্লাহ আল নোমান ও চাটমোহর থানা-পুলিশের সদস্য এ সময় উপস্থিত ছিলেন।
আব্দুল মতিন জানান, উপজেলার ৩টি ইউনিয়নের তিনটি বিলে অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকা সমমূল্যের কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Comments
Comments