[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সাঈদীর মৃত্যু নিয়ে পোস্ট, পাবনায় সরকারি কর্মকর্তাকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি

প্রকাশঃ
অ+ অ-

পাবনা জেলার মানচিত্র

প্রতিনিধি  চাটমোহর: মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় পাবনার চাটমোহর উপজেলায় এক সরকারি কর্মকর্তাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী এ আদেশ দেন।

অব্যাহতি পাওয়া ওই কর্মকর্তার নাম গোলাম মোস্তফা। তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার পদে কর্মরত। চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। সাঈদীকে নিয়ে পোস্ট দেওয়ার পর তাঁকে ওই দায়িত্ব থেকে সরিয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিবকে দায়িত্ব দেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ছিলেন। একজন সরকারি কর্মকর্তা হিসেবে তাঁকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া ঠিক হয়নি। তাই তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

জানতে চাইলে গোলাম মোস্তফা বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই তিনি তাঁর জন্য দোয়া করেছেন।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম বলেন, ‘আমি মনে করি একজন সরকারি কর্মকর্তা হিসেবে এ ধরনের স্ট্যাটাস দেওয়া তাঁর ঠিক হয়নি।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন