[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নওগাঁয় ইউক্যালিপটাসবাগান থেকে তরুণ ও কিশোরীর লাশ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-

তরুণ ও কিশোরীর লাশ উদ্ধারের খবরে স্থানীয়দের ভিড়।  সোমবার সকালে নওগাঁর মান্দা উপজেলার তুলশিরামপুর গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি মান্দা: নওগাঁর মান্দা উপজেলার একটি ইউক্যালিপটাসবাগান থেকে এক তরুণ ও এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশিরামপুর গ্রামের একটি ইউক্যালিপটাসবাগানে লাশ দুটি পাওয়া যায়।

মারা যাওয়া তরুণের নাম আরিফ হোসেন (২২)। তিনি তুলশিরামপুর গ্রামের আবদুল করিমের ছেলে। আরিফ স্থানীয় কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন। কিশোরীর নাম জুলিয়া আক্তার (১৬)। সে একই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। জুলিয়া এবার এসএসসি পাস করেছে। প্রেমের সম্পর্ক থাকা এই তরুণ ও কিশোরী আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে আরিফ স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর বাড়ি না ফেরায় রাত ১০টার দিকে তাঁর মা ফোন করে কোথায় আছে, জানতে চান। আরিফ জানিয়েছিলেন, তিনি তাঁর এক বন্ধুর বাড়িতে আছেন। সকালে বাড়ি ফিরবেন। অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে জুলিয়া তার মায়ের সঙ্গে একই ঘরে ঘুমাতে যায়। ভোরে তাকে বিছানায় দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।

আজ সকাল ৮টার দিকে শ্রমিকেরা কাজ করতে গিয়ে তুলশিরামপুর গ্রামের একটি ফসলি মাঠের মধ্যে অবস্থিত ইউক্যালিপটাসগাছের বাগানের মধ্যে আরিফ ও জুলিয়ার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে স্বজন এবং স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান। সকাল সাড়ে ৯টার দিকে মান্দা থানা–পুলিশের একটি দল এসে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, দুজনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাঁদের দুজনের মুখ দিয়ে ফেনা ও লালা বের হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা বিষক্রিয়ায় মারা গেছেন। ঘটনাস্থল থেকে দুটি পানির বোতল ও দুটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, ওই তরুণ ও কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁরা দুজনেই আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই তা সুনির্দিষ্টভাবে বলা যাবে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন