সাম্প্রদায়িকতা এখনো অগ্রগতি ও বিকাশের পথে অন্তরায়: কাদের
প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়: সাম্প্রদায়িকতা এখনো স্বাধীন বাংলাদেশের অগ্রগতির পথ ও বিকাশের ধারায় অন্তরায় হিসেবে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে ধ্বংস করতে হবে, উদ্বুদ্ধ হতে হবে অসাম্প্রদায়িক চেতনায়।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে রোববার তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কাজী নজরুলের সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। এরপর সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সংকটে-সংগ্রামে, মুক্তিযুদ্ধে কাজী নজরুল ইসলাম এক প্রেরণার উৎস। চিরদিন তিনি বাঙালির জীবনে বেঁচে থাকবেন। আগস্ট বাঙালিদের জন্য ট্র্যাজেডির মাস। এ মাসেই আমরা বাংলার সেরা তিন মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে হারিয়েছি। নজরুল চিরদিনই আমাদের জন্য প্রাসঙ্গিক।’
জাতীয় কবি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা ও গানে চেতনার বিস্ফোরণ ঘটিয়েছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতা এখনো আমাদের দেশে অগ্রগতির পথে, বিকাশের ধারায় অন্তরায় হয়ে আছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীর এই দিনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে আমরা সমূলে ধ্বংস করব—এই শপথ করি এবং বাংলাদেশে যাঁরা সত্যিকারের বাঙালি, তাঁদেরও এই অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই।’
এর আগে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ, শাজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর।

Comments
Comments