[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এবার ভাইরাল আলী হাসানের ‘বাজার গরম’ গান

প্রকাশঃ
অ+ অ-

‘ব্যবসার পরিস্থিতি’ প্রকাশের এক বছর পর ‘বাজার গরম’ নিয়ে এলেন র‍্যাপার আলী হাসান | কোলাজ

বিনোদন সংবাদ: ‘ব্যবসার পরিস্থিতি’ দিয়ে ভাইরাল হয়েছিলেন আলী হাসান। করোনা মহামারির পরপর ব্যবসায়িক মন্দার কথা তুলে ধরে গানটি করেছিলেন তিনি। বছর ঘুরতেই আবারও গান নিয়ে ভাইরাল আলী হাসান।

এবার তাঁর গানের বিষয় চলতি সময়ের বাজারের হালচাল। গানের নাম রেখেছেন ‘বাজার গরম’। গানের কথায় উঠে এসেছে বাজারের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনের হাঁসফাঁস। এবারও আলী হাসান গানটি লিখেছেন জীবনের অভিজ্ঞতা থেকে। জি সিরিজের ব্যানারে গানের ভিডিও বানিয়েছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর।

বাজার গরম গানটি নিয়ে আলী হাসান বলেন, ‘ব্যবসার পরিস্থিতি গানের পর সবাই চাচ্ছিল পুরো টিম মিলে একটা গান করি। আমারও ইচ্ছা ছিল। তবে এতজন শিল্পী মিলে একটি গান গাইতে হলে ভালো কনসেপ্ট লাগে, আইডিয়া লাগে। সাত মাস আগে বাজার পরিস্থিতি নিয়ে গানটির পরিকল্পনা করি। অনেক দিন ধরেই লক্ষ করছিলাম, বাজারে গিয়ে সবার নাজেহাল অবস্থা। প্রয়োজনীয় সব জিনিস কেনার আগেই টাকা শেষ হয়ে যায়। এমন পরিস্থিতিতে মধ্যবিত্তরা বেশ বিপাকে আছে। সরকার চেষ্টা করেও বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে। এসব সিন্ডিকেটের প্রতিবাদ জানাতেই এবারের গানটি করা।’

সামনেই ‘নানা-নাতি’ শিরোনামের নতুন আরেকটি গান প্রকাশ পাবে বলে জানান আলী হাসান। সে গানে উঠে আসবে আগের সময় আর বর্তমান সময়ের পার্থক্যের কথা। দুই প্রজন্মকে এক সুতায় গাঁথার চেষ্টা করেছেন আলী হাসান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন