[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

প্রকাশঃ
অ+ অ-

বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস | ছবি: সংগৃহীত 

নিজস্ব প্রতিবেদক: নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

বুধবার সকালে পাঠানো এক শোকবার্তায় প্রয়াত মো. আব্দুল কুদ্দুসের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার- পরিজন, আত্মীয়স্বজন, গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এএইচএম খায়রুজ্জামান লিটন।

এর আগে বুধবার সকাল ৭টা ২২ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। আব্দুল কুদ্দুস শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন