[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভাঙ্গুড়ায় বিলে মাছের পোনা অবমুক্ত

প্রকাশঃ
অ+ অ-

সোমবার সকালে মাছের পোনা ছাড়া হয় | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ভাঙ্গুড়া: পাবনার ভাঙ্গুড়ার কয়েকটি বিল ও পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

সোমবার সকালে উপজেলার দুটি পুকুর ও পাঁচটি বিলে ৪৩৩ কেজি রুই জাতীয় মাছের পোনা ছেড়ে দেওয়া হয়।

এসব বিল ও পুকুরগুলো হলো, রুহুল বিল, বিল বামনজি, লোরার বিল, বেড়ের বিল, ধলার বিল এবং বোয়ালমারি এতিমখানা পুকুর ও উপজেলা পরিষদ পুকুর।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ, পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রুমানা আক্তার, কৃষি কর্মকর্তা শারমিন জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের চাষ বাড়াতে এ কার্যক্রম চলছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানান, গত কয়েক দশকে পরিচিত দেশীয় মাছ বাজার থেকে নেই হয়ে গেছে। দেশীয় মাছের বদলে এখন বাজারের জায়গা দখল করে নিয়েছে চাষের মাছ।

তিনি আরও বলেন, ‘নদীর মাছে যে স্বাদ, চাষের মাছে সেটা পাই না। চাষের মাছে সব সময়ই কেমন যেন একটা গন্ধ থাকে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন