[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনায় যাত্রীছাউনি দখলের পর ভাড়া!

প্রকাশঃ
অ+ অ-

ভাঙ্গুড়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় দেখে বোঝার উপায় নেই যে এটা একটি যাত্রীছাউনি | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রতিনিধি ভাঙ্গুড়া: পাবনার ভাঙ্গুড়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় সরকারি যাত্রীছাউনি দখল করে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে বলাই উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয় ও পথচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, ভাঙ্গুড়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন স্থান হতে আগত যাত্রীদের রোদ অথবা বৃষ্টি থেকে সাময়িক রক্ষা পাওয়ার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে একটি যাত্রীছাউনি নির্মাণ করা হয়েছিল। বেশ কিছুদিন সাধারণ যাত্রীরা যাতায়াতের সময় সেখানে আশ্রয় নিতেন। কিন্তু প্রায় এক যুগ ধরে বলাই উদ্দিন নামের এক ব্যক্তি এই যাত্রীছাউনিটি দখলে নিয়ে প্রথম দিকে নিজেই দোকান পরিচালনা করছিলেন। এরপর তিনি ওই যাত্রীছাউনি শামছুল আলম নামের এক ব্যবসায়ীর নিকট ভাড়া দেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, যাত্রীছাউনিতে চা-বিস্কুটের দোকান করে আছেন শামছুল আলম নামের এক ব্যক্তি। কীভাবে যাত্রীছাউনিতে দোকান পরিচালনা করছেন এমন প্রশ্নের তিনি বলেন, বলাই নামের এক ব্যক্তির নিকট থেকে এটি ভাড়া নিয়েছেন।

স্থানীয় ও পথচারীরা অভিযোগ করে বলেন, যাত্রীদের যেখানে রোদবৃষ্টি হতে রক্ষা পেতে আশ্রয় অথবা বসার কথা কিন্তু সেখানে চা-বিস্কুটের দোকান করা হয়েছে।

যাত্রীছাউনি ভাড়া দেওয়ার কথা স্বীকার করে বলাই উদ্দিন বলেন, দীর্ঘদিন তিনি এই যাত্রীছাউনি দখলে রেখেছেন। এতদিন তো করো কোনো সমস্যা হয়নি। তবে যাত্রীছাউনি ভাড়া দিতে পারেন কি না, এমন প্রশ্নের তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, যাত্রীদের জন্য যাত্রীছাউনি নির্ধারিত স্থান। এটা কোনো ব্যক্তি দখল অথবা ভাড়া দিতে পারেন না। তবে বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন